মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ভোলার লালমোহন উপজেলা জাতীয় পার্টি ও পৌরসভা সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমাহ উপজেলার লাঙ্গলখালী এমদাদুল উলূম ক্বওমী মাদরাসায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী আহবায়ক ভোলা জেলা জাতীয় পার্টি, মিজানুর রহমান ফরাজী।
এসময় প্রধান অতিথি আগত সংগঠনের নেতাকর্মীদের কাছে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের উপজেলা পদ্ধতি চালু সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুক, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরীদ পাটোয়ারী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক শামীম, পৌর ছাত্র সমাজের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক নিরব, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ মুফতি আনাস।
দোয়া মোনাজাত শেষে
এমদাদুল উলূম ক্বওমী মাদরাসার ছাত্র ও শিক্ষক নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবারের আয়োজন করেন।