নিজস্ব প্রতিবেদকঃ “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”শ্লোগান সামনে রেখে রাজশাহীর পবা উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে পুরাতন ফুদকীপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এদিন বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে সুফলভোগী ও এলাকার স্থানীয় জনগণের সমন্বয়ে আলীগঞ্জ জীবিকায়ন পল্লী অর্থাৎ এক পন্য এক পল্লী (কাগজের ঠোঙা পল্লী) এর সুফলভোগীদের নিয়ে দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উঠান বৈঠক ও দলীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর মহাপরিচালক মো. জহির রায়হান।
উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় আইএমইডি এর উপ-সচিব সাইফুল ইসলাম মন্ডল, পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী জেলার উপ পরিচালক এ কে এম জাকিরুল ইসলাম ও ডিপিডি সাঈদ আল হাসান, সদর দপ্তরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম খান, পবা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ৭ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন সহ সুফলভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।