মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। আজ বেলা ১১টায় পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীতে এই বিক্ষোভ করে তারা।
বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোনো কাজ করা হয়নি। উপকূলের মানুষ নানা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা লক্ষ্য করা যায়। আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা, আমরা চাই টেকসই সমাধান। আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন।
এই কর্মসূচিতে অংশ নেন বারসিকের পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ, ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, রুবিনা পারভীন, বরসা গাইন, প্রতিমা চক্রবর্তী, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, আটুলিয়া ইউনিটের সভাপতি শাকিল হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.