স্টাফ রিপোর্টারঃ ১৫ জুলাই শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উত্তর জনপদের অনলাইন ভিত্তিক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম "উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার" এর আয়োজনে ৩০জন নারী উদ্যোক্তাকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ "আলোকিত নারী অ্যাওয়ার্ড - ২০২৩" প্রদান করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও মাঝারি এই সকল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক সমূহ প্রদান করেন।
উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার - এর ফাউন্ডার এডমিন মীর এম এম শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পৌর মেয়র মো. মতলুবুর রহমান, গাইবান্ধা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকছুদার রহমান শাহান, গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের এডমিন মীর শারমিন শিমু, মডারেট রবিউল ইসলাম রবি, জয়া দত্ত, তামান্না ইসলাম নুম্পা,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রওশন আরা মুক্তি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.