আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩,আজ ১৫ জুলাই শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের সহ সভাপতি অধ্যাপক শফিউর রহমান, শোক প্রস্তাব পাঠ করেন আনজুমনে ইত্তেহাদের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক জামাল উদ্দিন, বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আনজুমনে ইত্তেহাদের দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন আলহাজ্ব মুহাম্মদ হারুন শেঠ। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম, সহকারী পরিচালক মুহাম্মদ ওয়াহিদুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আলমগীর, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, মজলিসুল উলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, মাসিক দ্বীন দুনিয়া সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, মাওলানা লোকমান হাকিম। উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আহসান সাইয়েদ, আনজুমনে ইত্তেহাদের সহ সভাপতি মর্তুজা ছিদ্দিক, অধ্যাপক শফিউর রহমান, আলহাজ্ব নুরুল ইসলাম, ঢাকা মসজিদ বায়তুশ শরফের খতীব মাওলানা জাফর আহমদসহ সারা দেশব্যাপী বায়তুশ কমপ্লেক্সের দায়িত্বশীল ও আনজুমনের শাখা কমিটির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (ম.জি.আ) বলেন, বায়তুশ শরফ দরবার এদেশের লক্ষ কোটি মুমিন মুসলমানের ভক্তি শ্রদ্ধা বিমিশ্রিত একটি পবিত্র নাম। দৈনন্দিন জীবনে ইসলামের অনুসরণ-অনুশীলন, ধর্মীয় শিক্ষা দান, জ্ঞান-বিজ্ঞানের অনুশীলন এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ সুফীতাত্ত্বিক আবহ পুষ্ট এবং ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ইহ্-পরলৌকিক কল্যাণ সাধনে ব্রতী অরাজনৈতিক মানব কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। কুরআন-সুন্নাহর শাশ্বত বিধানের আলোকে দেশব্যাপী বিভিন্ন প্রকার সৃজনশীল জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন; ধর্ম ও কর্মের সমন্বয়ে একজন মানুষকে খাঁটি মুমিন মুসলমান রূপে গড়ে তোলা, ত্বরীকতের অনুসৃত পন্থায় মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক বলে বলিয়ান করে স্বউদ্যোগে বিচিত্র কর্মসংস্থানে ব্রতী হয়ে আত্মনির্ভরশীল সম্মানজনক জীবনযাপনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। বায়তুশ শরফের মহান মোর্শেদগণ তাঁদের কর্ম, সেবা ও দয়া দিয়ে, আধ্যাত্মিক সাধনা দিয়ে মানুষের অন্তর জয় করেছেন।
সম্মেলনে ২০২৩-২০২৬ সেশনের জন্য রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীকে সভাপতি এবং হাফেজ মোহাম্মদ আমান উল্লাহকে সাধারণ সম্পাদক করে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কার্যকরি কমিটির ৩১ বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। এছাড়া মজলিসুল উলামা বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ানের নতুন কেন্দ্রীয় কার্যকরি কমিটির নাম এবং কুমিরাঘোনা (আখতরাবাদ) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদে এর কার্যকরি কমিটি ও শাহ জব্বারিয়া হাসপাতাল পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.