মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ চকরিয়া হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোহাম্মদ এরশাদকে গলা কেটে হত্যার দায়ে একজনকে আটক করা হয়েছে। সে হেলথ কেয়ার নামক ঔষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আশিক বিল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে হাসপাতাল মাঠে এরশাদের মরদেহ দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ৩/৪ জন জানান, হাসপাতালের মাঠে ধস্তাধস্তির শব্দ শুনে বেশ কয়েকজন দৌড়ে গেলে ঘটনাস্থল থেকে আটককৃত আশিক পালানোর চেষ্টা করে। ওই জায়গায় নিহতের গলাকাটা লাশ দেখতে পেয়ে, তারা তাকে (আশিক) ধরে পুলিশে সোপর্দ করে। চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, 'কেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে আটককৃত আশিককে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু-বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, হত্যার রহস্য উন্মোচনসহ নানা দিক থেকে সহযোগিতা নিতে কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.