দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদায় চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলা দামুড়হুদা, আলমডাঙ্গা, জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার শিল্পীদের নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে জেলা শিল্পকলার জমকালো আয়োজনে দামুড়হুদা উপজেলা শিল্পকলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আউল বাউল কাজী নজরুল লালনের দেশ। এদেশের হাজার বছরের পুরনো বাঙ্গালী ঐতিহ্যেবাহী নিজস্ব সাংস্কৃতি রয়েছে। জেলার ৪টি উপজেলার শিল্পীদের নিয়ে কালচারাল এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটি খুবই মনোমুগ্ধকর। সবারই সাংস্কৃতিক বিকাশের প্রয়োজন আছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪টি উপজেলার ৭ টি ইভেন্টে প্রায় ৭০০ প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। এখান থেকে বেরিয়ে আসবে ভালো ভালো শিল্পী।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, জেলা কালচারাল অফিসার আবু সালেহ আল মামুন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলার কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সাহ আলম সনি'র মনোমুগ্ধকর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব সহ জেলার চারটি উপজেলার সকল শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন। মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ৫৬ জন প্রতিযোগীর মাঝে মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.