মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁওয়ে নতুন কারিকুলাম ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ট্রান্সক্রিপ্ট বিতরণ ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীর মাঝে ট্রান্সক্রিপ্ট ও সহায়তা তোলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি হাবীব আহমাদ উলুব্বী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রংপুর অঞ্চলের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সহকারী পরিদর্শক দৌলতউজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুক্তা সেন ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহাজান-ই হাবিব উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন কারিকুলাম অগ্রণী ভূমিকা পালন করবে। আর এতে সন্তানদের প্রতি আরো অভিভাবকদের প্রতি গুরুত্ব বাড়ানোর আহবান জানিয়েছেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.