তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-তাহিরপুর সংযোগ সড়কে পথ যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে এক সিএনজি চালককে তাহিরপুর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।
তাহিরপুর-সুনামগঞ্জ সংযোগ সড়কে নির্ধারিত ভাড়া জনপ্রতি ১০০ টাকা করা হয়েছে। কিন্তু সিএনজি চালকরা তারা তাহিরপুর সদর থেকে সুনামগন্জ পর্যন্ত প্রতি যাত্রীথেকে ১২০ টাকা করে আদায় করছে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনী বলেন, ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ (৪) ধারার অপরাধে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন-নির্ধারিত ভাড়া ১০০ এর বেশী আদায় করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.