লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার (পুলিশ এসল্ট) অভিযোগে দলটির ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে মামলাটি করেন সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।এজাহারে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাসের সুমন ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলসহ ১৯ জনের নাম রয়েছে। অন্যরা অজ্ঞাতনামা। মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি।গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।ঘটনার পর বিএনপি নেতারা দাবি করেন, পুলিশ বিনা উসকানিতে তাদের পদযাত্রায় হামলা করেছে। পুলিশের হামলায় গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।ঘটনার বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মোস্তাক সরকার বলেছিলেন, বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজমাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। রথখলা ময়দান পার হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পরে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে।এ সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানা ওসি। তাদের মধ্যে দুজন হাসপাতালে রয়েছেন।
উল্লেখ্য যে গতকাল বিএনপির জেলা সভাপতি শরীফুল আলম জানিয়েছিলেন তার দলের শতাধিক নেতাকর্মী পুলিশের অতর্কিত হামলায় আহত হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.