নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলায় বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের উদ্যৌগে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকাল ১০ টায় বড়গাছী মহিলা সমবায় সমিতির কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বার্ষিক এর সহযোগিতায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ
সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও পবা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা'র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, বড়গাছী মহিলা সমবায় সমিতির চেয়ারম্যান ও ইউপি সদস্য মনিরা খাতুন, শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, বার্ষিক এর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম ও সহ-সভাপতি আব্দুল জব্বার খান, সুমন আলী সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায় সমিতির সদস্য ও কৃষক লীগের নেতাকর্মী বৃন্দ।
এসময় অতিথিবৃন্দ সমিতির কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন ও সমিতির সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন। শেষে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.