সুজন আলী,রাণীশংকৈল,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে ও শিক্ষক সমিতির পরিচালনায় বৃহস্পতিবার (২০শে জুলাই) সকালে শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ইং সালের নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহাম্মেদ,গেষ্ঠ অব অনার উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী,শিক্ষক সমিতির সহ সভাপতি প্রধান শিক্ষক কুশমত আলী,যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক রমজান আলী,শিক্ষক সমিতির সম্পাদক মোকবুল হোসেন,অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাসনাত নুরুল কবির,প্রধান শিক্ষক আনিসুর রহমান, অবঃ প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,নব যোগদানকৃত শিক্ষক মিল্টন খন্দকার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী। সভায় নব যোগদানকৃত ১১৯জন শিক্ষককে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অবসরপ্রাপ্ত ১০জন শিক্ষকদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক দিলারা বেগম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.