বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আদালতে পুর্নগণনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বেশী ভোট পেয়েছেন। বৃহস্পতিবার সিনিয়র সহকারি জজ ইসমাইল হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় সদর আদালতে এই গণনা অনুষ্ঠিত হয়।পুনর্গণনায় বেশি ভোট পাওয়া চেয়ারম্যান প্রার্থী জামেদুল ইসলাম ২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে নির্বাচন করেন। নির্বাচনে তিনি নৌকা মার্কার প্রার্থী আজগর আলীর কাছে ৭১ ভোটে হেরে যান। পরে তিনি এই ফলাফলের বিরুদ্ধে নির্বাচন ট্রাইবুনালে ভোট পুনর্গণনার মামলা করেন। মামলার বাদী ও বিবাদী পক্ষের স্বাক্ষ্য গ্রহণ শেষে ভোট পুর্নগণনার রায় প্রদান করে নিম্ন আদালত। পরে বিবাদী পক্ষ উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখার নির্দেশ দিলে বৃহস্পতিবার বিকেলে আদালত কক্ষে পুনর্গণনা শুরু হয়। বাদী পক্ষের আইনজীবী আনোয়রুল ইসলাম খায়ের জানান, পরাজিত প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ওই ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট পুর্নগণনা করা হয়। শান্তিনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে জামেদুল ইসলাম ভোট পান ৫৩৮ টি । পুনর্গণনায় এই কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৫শ’৪৩ টি। নৌকা মার্কার প্রার্থী আজগর আলী এই কেন্দ্রে ভোট পান ৭শ’ ৮৫টি। পুর্নগণনায় তিনি ভোট পেয়েছেন ৭’শ ১১ টি। অপর কেন্দ্র বিনয়পুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে নৌকা মার্কার আজগর আলী ভোট পান ৬’শ ৯১ ভোট। আদালতের পুর্নগণনা এই কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৬’শ ৫১ টি। এই কেন্দ্রে মাজেদুল ইসলাম ঘোড়া মার্কা নিয়ে ভোট পেয়েছিলেন ৮’শ ৩২। পুনর্গণনায় তিনি ৮’শ ৩০ ভোট পেয়েছেন। ভোট পুর্নগণনার সময় দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররাও উপস্থিত ছিলেন। আগামী তারিখে এই মামলার পুর্নাঙ্গ রায় প্রদান করবে আদালত। পুনর্গণনা শেষে সিনিয়র সহকারি জজ ইসমাইল হোসাইন প্রিজাইর্ডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিৎ। পুনর্গণনা শেষে জামেদুল ইসলামের ভোটাররা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.