মোঃ জয়নাল আবেদীন,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে দারাব উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সমিরউদ্দীন স্মৃতি কলেজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দারাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের দুওসুও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এঘটনায় আহতরা হয়েছে, রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি দুর্লভপুর গ্রামের আব্দুর রহিম (৫০), এন্তাজুল (৪৫), সিরাজুল ইসলাম (৪০) ও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আশরাফ আলী (৪২)। বাকি ৩জন আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ জন গরু ব্যবসায়ী নছিমন গাড়িতে গরু নিয়ে লাহিড়ী বাজারে যাচ্ছিলেন। গাড়িটি বালিয়াডাঙ্গী কলেজের কিছুটা উত্তর পাশে পৌঁছালে
সামনের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায় । এতে নছিমনে থাকা গরুসহ সকলে গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গাড়িতে থাকা গরুগুলো লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর বাড়ির আঙিনায় চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে জানা গেছে।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব জানান, ঘটনাস্থলে একজন মারা গেছেন। আহত ৭জনের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.