নিজস্ব প্রতিবেদকঃ গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মীর এম এম শামীম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালিতে সফরকালীন বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন।
এছাড়াও আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য "বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা - প্রবাসীদের করণীয়" শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে মীর শামীম বক্তব্য প্রদান করবেন।
মীর এম এম শামীম বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক- এর নেতৃত্বে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চার সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য। তার সফরসঙ্গী হিসাবে রয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানি ও সহ সম্পাদক ডেভিড এ হালদার।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে অনুষ্ঠেয় জাতিসংঘের "ফুড সিস্টেম সামিট" এর মূল অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফরে পাঁচটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে অভিবাসন, জ্বালানি, সাংস্কৃতিক সহযোগিতা, প্রতিরক্ষা এবং আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ক চুক্তি সই নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে।
মীর শামীমের আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.