আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরুস্কার পাওয়ায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম হক ডাঃ মোশায়েদ রহমান মুন’র হাতে গুণীজন সম্মাননা তোলে দেন।
২১ জুলাই (শুক্রবার) ৭১ মিডিয়া ভিশনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজের রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা এবং সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডাঃ মোশায়েদ রহমান মুন’র হাতে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এ গুণীজন সম্মাননাটি আনুষ্ঠানিক ভাবে তোলে দেয়া হয় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিচারপতি এস এম মজিবুর রহমান,ড. আনিসুজ্জামান,মাননীয় উপাচার্য গ্লোবাল ইউনিভার্সিটি, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, ড. মোকলেস উর রহমান,সচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রফেসর ড.হামিদা খানম, অধ্যপক ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকর্ণ কুমার ঘোষ, সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসহ বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এসময় 'মোমেনা অটোস' এর স্বত্বাধিকারী বিশিষ্ট চিকিৎসক,ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ মোশায়েদ রহমান (মুন) বলেন, ইতিপূর্বে ভারতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরুস্কারে ভূষিত হয়েছি।আজ এ গুণীজন সংর্বধনা পেয়ে আমার দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেল।তিনি বলেন বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দূরদশী নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি,সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআসি’র সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। ব্যবসা- বানিজ্য,সমাজ সেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য ডাঃ মোশায়েদ রহমান (মুন) কে ইতিপূর্বে ভারতে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরুস্কার পাওয়ার জন্য গুণীজন সংর্বধনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.