আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হওয়া আরও ৩৫ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাসার স্মৃতি নামে একটি যাত্রীবাহী বাস এই দুর্ঘটনার স্বীকার হয়। নিহতের মধ্যে ৮জন নারী, ৬জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের পান্না মিয়ার ছেলের তারেক রহমান (৪৫), ৪ নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়ার মৃত মুজাফফর আলী মোল্লার ছেলে সালাম মোল্লা (৬০) তাঁর ছেলে শাহীন মোল্লা (২৫), ঝালকাঠির রাজাপুরের নিজামিয়া এলাকার মৃত মাওলানা নজরুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৪৩), তাঁর মেয়ে খুশবু আক্তার (১৭), পিরোজপুরের ভান্ডারিয়ার পশুরবুনিয়া এলাকার জালাল হাওলাদারের শিশু কন্যা সুমাইয়া(৬), বরিশালের বাকেরগঞ্জের চরবোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অবদুল্লাহ(৮), পিরোজপুরের ভান্ডারিয়ার রিজার্ভ পুকুরের পাড় এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম(৬০), তাঁর ছেলে আবুল কালাম হাওলাদার(৪৫), বরিশালের মেহেন্দীগঞ্জের মো. রিপনের স্ত্রী আইরিন আক্তার(২২), তাঁর শিশু কন্যা রিপা মনি(২), ঝালকঠির দক্ষিন রাজাপুরের বলাইবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নয়ন(১৬), পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি এলাকার মৃত ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম(৮০), ঝালকাঠির কাঁঠালিয়ার বাশবুনিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী সালমা আক্তার(৪২), কাঁঠালিয়ার শৌলজালিয়ার মৃত কাঞ্চন তালুকদারের ছেলে ফারুক হোসন (৫৫), পিরোজপুরের ভান্ডারিয়ার রাসেলের স্ত্রী সদিয়া বেগম(২০) ও পারভীন আক্তার(৫৩) নামে অপর একজন নারীর হাতের ফিঙ্গার ছাপের মাধ্যমে বরিশাল সদরে বাড়ি বলে সিআইডি পরিচয় নিশ্চিত করেছে। এদের মধ্যে ৮ জন ভান্ডারিয়া, ৩ জন রাজাপুর, ২ জন কাঁঠালিয়া ও ৪ জন বরিশালের লোক রয়েছে।
এসময় আহত অবস্থায় ৩৫ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত যাদের নাম জানা গেছে তাঁরা হলেন, আবুল বাশার কাঠালিয়া, রাসেল মোল্লা ভান্ডারিয়া, ফাতিমা ভান্ডারিয়া, রাসেল ভান্ডারিয়া, মিফতা নলছিটি, রিজিয়া কাঠালিয়া, রিজিয়া কাঁঠালিয়া, আরজু কাঠালিয়া, মনোয়ারা রাজাপুর, সুইটি ভোলা, রুকাইয়া বাউফল, আজিজুল নলছিটি, আলাউদ্দিন রাজাপুর, সোহেল রাজাপুর, আবুল কালাম রাজাপুর, আকাশ বরগুনা, সোহাগ সাতক্ষিরা, নাঈমুল মঠবাড়িয়া, সিদ্দিকিুর বাউফল, মনিরুজ্জামান ভান্ডারিয়া, আল-আমিন ঝালকাঠি, সাব্বির বরিশাল। এ ছাড়া দুইজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যাদের নাম জানা যায়নি।
উল্লেখ্য, আজ শনিবার সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে সদর উপজেলার ধানঁসিড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে বাসটি নিমজ্জিত হয়।
বাসটি সকালে পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। পথিমধ্যে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্নে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পুকুরে পড়ে যায়।
উদ্ধার কাজ পরিচালনা করার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় সেচ্ছাসেবী, বাংলাদেশ পুলিশ, র্যাবের একাধিক সদস্য বিভিন্ন ভাবে আহত হওয়ায় তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.