এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দিনাজপুরের বিরামপুর পৌরসভা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বিরামপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর, সুধীজন, যুবসমাজ, পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
বিরামপুর পৌরসভার স্বনামধন্য ও সুযোগ্য নগরপিতা পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর নির্দেশে পৌর এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা ধরনের মশাবাহী রোগ যেন জনসাধারণের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য বিরামপুর পৌরসভা ৯টি ওয়ার্ডে ফগার মেশিন ও উন্নতমানের লার্ভা স্প্রের মাধ্যমে মশা নিধনের কাজ চলমান রয়েছে। ফগার মেশিন দিয়ে পাড়া মহল্লার অলিগলি ও ড্রেনের ঢাকনা তুলে মশার বংশ বিস্তার রোধে লার্ভা স্প্রে ব্যবহার করা হচ্ছে।
রবিবার সকালে নতুন বাজার শহরের পাইলট স্কুল মাঠ থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
গতকাল শনিবার শহরের চালহাটি কাঁচা বাজার থেকে শুরু করে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাগান পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের আশপাশের বাড়িঘর, অফিস- হাসপাতাল, ক্লিনিক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
মেয়র, কাউন্সিলর সুধীজন ও যুবসমাজ মুখে মাক্স পড়ে ঝাড়ু হাতে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ‘আবর্জনা ফেলনা নয়, প্রক্রিয়া করলে সার হয়’, ‘আবর্জনা সংগ্রহ অপসারণে পৌরসভার সহায়তা নিন, নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলুন’, ‘এই শহর আপনার, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আপনার।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি এখন থেকে এমন কর্মসূচি পরিচালনা করা হবে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পৌরবাসীকে সচেতন করতে এমন কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.