আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য কর্মসূচী বিষয়ে অবহিত করেন এ কর্মকর্তা ।
এ সময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিন বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ(২৪- ৩০) জুলাই উপলক্ষে ১ম দিনে উপজেলা জুড়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করা হয়। বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন দেওয়া হয়। স্টেকহোল্ডারগনের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় মৎস্য সেক্টরে বাংলাদেশ সরকারের অগ্রগতি ও সফলতা নিয়ে আলোচনা করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মৎস্য চাষী সহ সংশ্লিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.