স্বপন কুমার রায়,খুলনাঃ খুলনার দাকোপে বানিশন্তা ইউনিয়ন পরিষদ চত্তরে সেন্টার ফর ন্যাচারাল রির্সোস স্টাডিস (CNRS) এর সহযোগিতায় বানিশান্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর ও সেবা মেলা ২৩ আয়োজন করা হয়।
উক্ত কর ও সেবা মেলা’২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মনসুর আলী খান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাকোপ এর প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সি এন আর এস এর ইভল্ভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এম আফাত হোসেন।
উক্ত কর ও সেবা মেলায় প্রধান অতিথি তার বক্তৃতায় কর দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন কর ও সেবা এক সূত্রে গাথা তাই আমাদের নিয়মিত কর দিতে হবে। এই মেলায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানর স্টল লক্ষ্য করা যায় এবং তারা তাদের সেবা সম্পর্কে আগত নাগরিকদের অবহিত করেন। উক্ত মেলায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টলটি বিশেষভাবে মানুষের নজর কাটতে সক্ষম হয়। স্টলে নিয়োজিত প্রতিনিধিরা আগত নাগরিকদের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রদান এবং স্বাস্থ্য সহকারী, এফ ডাব্লিউ ভি এবং এমএইচভি এর সমন্বয়ে গঠিত টিম প্রায় ১২০০ ও বেশি মানুষকে করোনা টিকা প্রদান করে।
স্বাগতিক পরিষদের কর্মকর্তাগণ কর গ্রহণ সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা সমূহ এবং ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে যে সকল সেবা প্রদান করা হয় তাও জনগণকে অবহিত করা হয়।
করমেলায় তিনজন শ্রেষ্ঠ কর প্রদানকারিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই মেলায় বিভিন্ন ওয়ার্ডের সিএসও প্রতিনিধিবৃন্দ, সিবিও সদস্যবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, বাণীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জীব মন্ডল ও উক্ত মেলায় কর প্রদান করতে আসা নাগরিক সাধারণ উপস্থিত ছিলেন।