উপজেলা পুঠিয়া প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ পুঠিয়ার ঢাকা রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি সময়ে ৬ জনকে গ্রেফতার করেছেন পুঠিয়া থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে (২৩-জুলাই) পুঠিয়া উপজেলার গাঁওপাড়া এলাকায় পুঠিয়া থানা পুলিশ অভিধান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করে,পাশাপাশি জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জামাদি।
উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকার মহল্লায় ছিনতাই এবং ডাকাতি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
পুঠিয়া থানা সূত্রে জানা যায় যে, গ্রেপ্তাররা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে ফেরদৌস (২৫), মামুন ড্রাইভারের ছেলে মাসুম (২১), সুলতানপুর গ্রামের ফয়েজ আলীর ছেলে ইমন (১৯), একডালা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাঁধন হোসেন (২০), গাওপাড়া ঢালানের সাইফুল মোল্লার ছেলে রুহুল আমিন (৩২) ও নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাউসার আলী ওরফে কালু (২৫)। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত গাঁওপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে আটক করা হয়।
তাঁদের কাছে দা, লোহার রড, হাতুড়িসহ ডাকাতির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁরা সড়কে বিভিন্ন যানবাহনে লুটপাট করত।
এছাড়াও আসামিদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত ওই ব্যক্তিরা মহাসারক ও বিভিন্ন জায়গায় চলন্ত যানবাহনে মানুষের মালামাল লুট করতেন। তারই ধারাবাহিকতায় মহাসড়কে গ্রেফতার কি তোরা লুটপাটের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদ পেয়ে অভিযানের নামে পুঠিয়া থানা পুলিশ।
পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেপ্তার কি তোরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় নানান রকম ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। ভবিষ্যতে তাদেরকেও আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে। অপরাধ করে কেউ পার পাবে না পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.