মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় ইজাব এলায়েন্স লি: এর পক্ষ থেকে গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। “লাম্পি ডিজিজে আর নয় ভয়, সচেতনতাই হবে জয়” এই শ্লোগানে ইজাব গ্রুপের প্রতিষ্ঠান “ইজাব এলায়েন্স লি:” এর আয়োজনে ঐ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ৩ শতাধিক গরুকে বিনামুল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অংশ নেন, ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, ইজাব এলায়েন্স লি: এর প্রজেক্ট ইনচার্জ ডা: সোহেল, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্ত কুমার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নী শিক্ষার্থী মো: আসিফ আহম্মেদ, মো: মহসিন রেজা, মো: মনির উজ্জামান, ল্যাব ট্যাকনেশিয়ান মো: জাহাঙ্গীর আলম, ভেটেরিনারী সহকারী মো: নুরুজ্জামান মিয়াসহ স্থানীয় কৃষক ও গরু খামারীগণ।
উদ্বোধনী দিনে সিংগিয়া এলাকার ৮০ পরিবারের প্রায় ২১০ টি গরুকে লাম্পি স্কিন ডিজিজ ভেক্সিন প্রদান করা হয়। পর্যায়ক্রমে আশপাশের আরও শতাধিক গরুকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান ইজাব এলায়েন্স লি: এর কর্মকর্তাগণ।
কর্মকর্তাগণ জানান, কৃত্রিম প্রজনন পরিবেসবায় ইজাব এলায়েন্স লি: এ দেশ বরেণ্য সায়েন্টিস্ট ও গবেষক গণের নিবিড় তত্ত্বাবধানে উন্নত জাতের এবং উচ্চ কৌলিক গুন সম্পন্ন ষাড় থেকে সিমেন সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করা হয়। আজকের বাছুর আগামীর ভবিষ্যৎ, দেশ হবে সমৃদ্ধ-দুধে ও মাংসে এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই ইজাব এলায়েন্স লি: কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে লাম্পি স্কিন ডিজিজ সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরোগে আক্রান্ত পশুর শরীরের চামড়া নষ্ট হওয়ার পাশাপাশি মৃত্যুর ঝুঁকি অনেক বেশি হওয়ায় খামারীদের মাঝে ভীতি ও আশংকার সৃষ্টি হয়েছে। তাই এ রোগ প্রতিরোধে খামারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইজাব এলায়েন্স ভেটেরিনারী মেডিকেল টিম গঠন করেছে। উক্ত টিমে চিকিৎসকগণের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন সদস্যবৃন্দ ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাগণ সম্পৃক্ত আছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.