মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি বগুড়ার শেরপুরে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়। র্যালি শেষে বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সহসভাপতি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তারসহ মৎস্যচাষী, খামারী, হ্যাচারী মালিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
অতিথির বক্তব্যে তারা বলেন, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে বগুড়ার মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন করতে হবে। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। মাছের উৎপাদন, বিপণনসহ মৎস্য খাতের সব প্রক্রিয়ায় সরকারের সকল ধরনের পৃষ্ঠপোষকতা রয়েছে, সহযোগিতা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.