মোঃ মজিবর রহমান শেখঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতি হয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি। উন্নত দেশের কাছেও এখন বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা অনেকদূর এগিয়েছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি ২৪ জুলাই সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী ডিগ্রী কলেজে নব-নির্মিত একতলা বিশিষ্ট পাকা ভবনের উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূল্লী ডিগ্রী কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধনী শেষে বালিয়া ইউনিয়নের সিংগিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভূল্লী ডিগ্রী কলেজের একতলা ভবনের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৮৫ ল টাকা এবং সিংগিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একতলা ভবনের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৮৫ ল টাকা। ভূল্লী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ ছিল। সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। দেশে আমাদের রিজার্ভ, রপ্তানি আয়, রেমিট্যান্স বেড়েছে উল্লেখ করার মতো। আমরা এখন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করেছি। এ ছাড়া কর্ণফুলী ট্যালেন, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শিা ও বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের প্রথম মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতরা মাথা চারা দিয়ে উঠেছে। তারা পুণরায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়; তারা দেশের সম্পদ ও জনগণের জানমালের তি করতে চায়। এসব অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। তাই আসুন সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করি। সেই সাথে শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি। ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, সহ-সভাপতি রওশনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর-ই আলম মুক্তি, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।