বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও ডেঙ্গু সংক্রমন শুরু হয়েছে। এরই মধ্যে গত দুদিনে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কম্প্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। ডেঙ্গু যাতে বিস্তার লাভ করতে না পারে এজন্য নানামুখি উদ্যোগ নিয়েছে পঞ্চগড় পুলিশ। কর্মসূচীর আওতায় মঙ্গলবার পঞ্চগড় পুলিশ লাইন সহ বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁরিগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পরিস্কার পরিচ্ছনতা কার্যক্রম উদ্বোধন করেন। সিভিল সার্জন সূত্রে জানাগেছে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ১১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে দেবীগঞ্জ উপজেলায় ৭, বোদা উপজেলায় ২, সদর উপজেলায় ১ এবং তেঁতুলিয়া উপজেলায় ১ জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনও নানা উদ্যোগ নিয়েছে। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী জানান, অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও ডেঙ্গু সংক্রমন বাড়ছে। এ ব্যপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.