রাকিব হোসেন,ঢাকাঃ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রার্থী ও ভোটারদের আগমনে চাঁদনীচক বিজনেস ফোরাম নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৫ জুলাই) চাঁদনীচক মার্কেটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫৯৮ জন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, বিকাল ৫টায় শেষ হয়।
নির্বাচনে নিজাম-মনির পরিষদে ১৬টি পদে ২৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং কালাম-ইসরাইল পরিষদে ১৬টি পদে ২৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন প্রার্থী।
নিজাম-মনির পরিষদে সভাপতি পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মনির হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন মোল্লা, সহ-সভাপতি পদপ্রার্থী আজাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আমির হোসেন রোমান, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আবুল কালাম, কোষাধক্ষ পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন, সহকারী কোষাধাক্ষ পদপ্রার্থী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ শাকিল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক রিপন, প্রচার সম্পাদক পদপ্রার্থী মোঃ আজিম হোসেন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী জামান আহম্মেদ মামুন, ক্রিয়া সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক চিশতী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী শেখ নাসির উদ্দিন ও কার্যকরী সদস্য পদপ্রার্থী সিরাজুল হক বেপারী, মুরাদ আহমেদ, কাজী মোহাম্মদ মমিন, মোহাম্মদ আজিজুল ইসলাম সেলিম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আব্দুস সাত্তার, অপূর্ব কুমার সাহা, ফিরোজ আলম, আবু হানিফ রাব্বী, আতিকুর রহমান লিটু, মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনার একজন ভালো মানুষ। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনার। আমার প্যানেল জয়ী হলে, এই ব্যাবসায়ীদের উন্নয়নে যা যা করা দরকার সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মনির হোসেন হাওলাদার বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হবে খুবই আনন্দ লাগছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন কমিশনার এই নির্বাচন পরিচালনা করছেন। যেই জয়ী হোক, তার সাথে এক হয়ে এই চাঁদনীচক বিজনেস ফোরামের উন্নয়নে কাজ করব।
কালাম-ইসরাইল পরিষদে সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাফেজ মোঃ ইসরাইল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আবুল আজাদ তালুকদার, সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ মিলন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহমেদ হুমায়ুন কবির হিমু, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান রাসু, কোষাধক্ষ পদপ্রার্থী মোঃ আল-আমিন সৈকত, সহ কোষাধক্ষ পদপ্রার্থী এ এস এম হামিদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহজাহান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোঃ আবুল হাশিম, প্রচার সম্পাদক পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন মিজি, দপ্তর সম্পাদক পদপ্রার্থী সুশান্ত কুমার সাহা, ক্রিয়া সম্পাদক পদপ্রার্থী মোঃ নাঈমুল সাদী অনু, ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মন্তাজ হোসেন ও কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ মেছের আলী মোল্লা, মোহাম্মদ জিয়াউর রহমান টুল, মোঃ কামরুজ্জামান কামরুল, মোঃ ইমরান মোল্লা, মোঃ রমজান, মোঃ বেলাল হোসেন, মোঃ রনি, মোঃ মফিজুল ইসলাম, মোঃ জিয়া উদ্দিন অপু, মোঃ সজিব আহমেদ পলাশ, মোঃ জুবায়ের হোসেন, মোঃ সজিব প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এই সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ ইসরাইল বলেন, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকের এই নির্বাচন উপভোগ করছি। আশা করছি নির্বাচন কমিশনার নিরপেক্ষ ভাবে এই নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচনকে সুষ্ঠ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। আমরা জয়ী হলে ব্যবসায়ীদের সুবিধার্থে সকল ধরনের পদক্ষেপ নেব।
ভোটাররা বলেন, আজকে আমাদের মিলন মেলা। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। নির্বাচনে সবাইকে তো জয়ী করতে পারবো না। তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই চাঁদনী চক বিজনেস ফোরামের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সকল সদস্যদের সুখে দুঃখে পাশে থাকবে এটা আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমীর হোসেন বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিপ্লব সাহা, মোঃ শাহ আলম, মেজবাহ উদ্দিন আহমেদ ও মোঃ কামরুজ্জামান অরুন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.