মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বুধবার সকাল ১০টা ৩০মিনিটের দিকে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বতর্মান সভাপতি ও ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর,ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােমানুল হক,সহকারি প্রধান শিক্ষক হাসানুজ্জামান লুডু,সহকারি শিক্ষক আজিজুল হক, নাসির উদ্দীন, মোহাম্মদ মনিরুজ্জামান,প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করে তানভীর আহমেদ,নাজনিন নাহার,টিয়া খাতুন,সৌমিক,আয়েশা খাতুন,সাদিয়া হাসান,আব্দুল মােমিন।
বক্তারা বলেন,যেখানে বলা হয়,শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই,শিক্ষাকে কেন অবহেলা করা হচ্ছে? মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিতেই হবে। দাবি না মেনে নিলে,আগামীতে লাগাতার কর্মসূচি দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.