মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার(২৬ জুলাই) সকালে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
মৎস্য সপ্তাহের অংশ হিসেবে উপজেলা চত্বরে র্যালি প্রদক্ষিন শেষে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )নাজমুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন,মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে।দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ।
এসময় আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মো: জামাল হোসেন,বোরহানউদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,মির্জাকালু নৌ-পুলিশের উপ-পরিদর্শক মোঃ রাকিব উদ্দিন ভুঁইয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.