স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে চার দফা দাবী বাস্তবায়নের লক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগন ও পটুয়াখালী পলিটেকনিক ইন্সটটিউট সহ বিভিন্ন কারিগরী প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক বৃন্দের উপস্থিতিতে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটটিউট এর সামনে থেকে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী এইচ এম সোলায়মান, সদস্য সচিব প্রকৌশলী মোঃ তৈয়বুর রহমান, জেলা আইডিইবি পটুয়াখালী এর সভাপতি প্রকৌশলী আলহাজ্ব রাইসুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ সোহেল রানা, মীর আতাউর রহমান বাচ্চু,পলিটেকনিক ইন্সটটিউট শিক্ষক সঞ্চয় চন্দ্র সরকার,ছাত্র-শিক্ষক, কারীগরি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ।
৪ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন প্রকৌশলী এইচ এম সোলায়মান তিনি বলেন একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান,বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.