শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক দলের রতনপুর ও বালিকা দলে তেতুলিয়া চ্যাম্পিয়ন হয়েছে।
(২৭ জুলাই) বৃহস্পতিবার বিকাল চারটায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক দলে খেলায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-৩ গোলে উত্তর ভাড়া সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় সেরা খেলোয়াড় মিশুক মেহেদী রতনপুর ও সেরা গোলদাতা সাঈদ ভাড়াসিমলা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল খেলায় তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ২-০ গোলে থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সেরা খেলোয়ার গোলকিপার তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেরা গোলদাতা তেতুলিয়া দলের দীপ্তি রানী মন্ডল, খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অজিত নন্দী এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন ,ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কালিগঞ্জ থানার এস আই ইব্রাহিম খলিল কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ,যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মেহেদী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন মাহবুব এলাহী সোহাগ, সহকারী ছিলেন বাবলু ও মোমেন। খেলাটি ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন ,এম আর মোস্তাক, শাহিনা পারভিন, খেলায় ব্যাপক দর্শক সমাগম হয় । খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে ট্রফি সহ সকল ফুটবল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.