মেহেরপুর প্রতিনিধিঃ কথা ও সুরের নেয়া দেওয়াতে স্বপ্নদের ঠাঁই হয় গানের অন্তরায়, আর সেই গানের পূর্ণতা পায় শিল্পীর কন্ঠে, সুর প্রেমের সাথে যার হয় সম্পৃক্ততা সে হয়ে যায় সবার কাছে নন্দিত সংগীত শিল্পী। শিল্পী তানজিনা করিম স্বরলিপি বাবা ওস্তাদ করিম শাহাবুদ্দিনের কাছে গুরু শিক্ষা ও প্রেরণা পেয়ে নিজেকে তৈরি করেছেন সংগীত ধারায়। দুই বাংলার উচ্চাঙ্গ শিল্পীদের প্রথম শ্রেণীর শিল্পী ওস্তাদ করিম শাহাবুদ্দিন নিজেকে নিজে নিয়ে গেছেন সুরের অন্য মাত্রায়, তাঁরই সন্তান শিল্পী তানজিনা করিম স্বরলিপি সৃষ্টি করে চলেছেন সুরো গানের স্রোতধারা একের পর এক আধুনিক সংগীতে কখনো বা চলচ্চিত্রের প্লেব্যাকে। বাবা ওস্তাদ করিম শাহাবুদ্দিন ছাড়াও গান শিখেছেন ওস্তাদ মাসকুর আলী খান, পার্থ সারথি, সত্যজিৎ সরকার কলকাতা এবং আরো কয়েকজনের সাথে। ২০১২ সালে পশ্চিমবঙ্গের সারেগামা সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ ১৬ জন প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন। এছাড়াও সংগীত সংগীতের একাধিক পুরস্কার পেয়ে চলেছেন, শিল্পী তানজিনা করিম স্বরলিপি। শফিউদ্দিন সফি র প্রেম প্রেম চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক গান করেছিলেন। ডুয়েট গান করেছেন এস আই টুটুলের সাথে গানটির রচয়িতা ছিলেন কবির বকুল সংগীত পরিচালনা করেছিলেন আলী আকবর শুভ। প্রিয় শিল্পীর প্রথম একক অ্যালবাম নজরুল সংগীত "কে দুর্দান্ত বাজাও"এছাড়াও একক অ্যালবাম নিমন্ত্রণ শিরোনামে সিডি যা চয়েস থেকে প্রকাশিত হয়েছে। তানজিনা করিম স্বরলিপির জনপ্রিয় গানের মধ্যে আদরে আদরে ভালোবাসা অবিরত, লক্ষী সোনা, সুখ পাখি, চান্দের আলো, বউ এনে দে, ভালোবাসি বলবো গানে উল্লেখযোগ্য। এছাড়াও অর্ধশত এর ওপরে latest চলচ্চিত্রে গুলোতে প্লেব্যাকে গান করেছেন। অন্যদিকে জাকির হোসেন রাজুর চলচ্চিত্রে "মনের মত মানুষ পাইলাম নারে" শিল্পী ইমরানের সাথে কন্ঠ দিয়েছেন গান দুটি হচ্ছে নাইরে কেউ নাই তুই ছাড়া, আপন তো কেউ নাই, গীতিকার শফিক তুহিন। সম্প্রতি কুহেলিকা নামের একটি চলচ্চিত্রে করেছেন গানের কথা হৃদয় দিয়ে ভালোবাসি যারে। তানজিনা করিম ম স্বরলিপি নিয়মিত বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিবেশন করে থাকেন ইতিমধ্যে মেহেরপুরের একাধিক গীতিকারের গান তিনি গেয়েছেন বাংলাদেশ বেতারে। শিল্পী তানজিনা করিম স্বরলিপির জন্ম সাল ১৯৮৯ ২৭ এ ডিসেম্বর, মা তাসলিমা বেগম জলি, তাঁর শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে মাস্টার্স। উল্লেখ্য শিল্পী তানজিনা করিম স্বরলিপির বাবা ওস্তাদ করিম শাহাবুদ্দিন এর ভক্ত অনুরাগী মেহেরপুরে অনেক রয়েছেন, এই সঙ্গীতজ্ঞ বেশ কয়েক বছর মেহেরপুরে ছিলেন, এই জেলাতে তাঁর সঙ্গীতের ছাত্র-ছাত্রী সহ অনেক বন্ধু ও আত্মীয় রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.