দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা সদর ইউনিয়নের হাতিভাঙা গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন হাতিভাঙা-ছাতিয়ানতলা ফেরীঘাটের রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা গ্রামবাসীর আয়োজনে ফেরীঘাটের রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রতিটি সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। ঠিক তেমনিভাবে ভাবে দেশের মানুষের ভালোভাবে চলাচলের জন্য প্রচুর রাস্তাঘাট কালভার্টের উন্নয়ন প্রকল্পের কাজ করা হয়েছে যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের গ্রামীণ সড়কের অভূতপূর্ব পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের মধ্য দিয়ে আরেকটি গ্রামের মধ্যে পিস রাস্তার সড়কের যে মেলবন্ধন তিনি এটে দিয়েছেন তা অসাধারণ। বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথ সুগম হবে। এলজিইডি এর বাস্তবায়নে ৬৪ লক্ষ ৯ হাজার টাকায় ৭০০ মিটার রাস্তার কাজ সম্পন্ন হবে।
দামুড়হুদা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।