এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন নয়,লেখা-পড়া চর্চায় মনোযোগী হলে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে, নিজেরা প্রতিষ্ঠিত হবে,পিতা-মাতা,পরিবার,সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জল করবে।
তিনি আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গনে এইচ,এস,সি-২০২৩ইং শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্।
অন্যান্য অতিথির মধ্যে কলেজের সহকারী অধ্যাপক জামিল হোসেন মন্ডল,প্রভাষক দীপক কুমার কর, প্রভাষক মাহমুদুর রহমান,প্রভাষক সোহেল রানা মন্ডল, প্রভাষক তরিকুল ইসলাম,প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক নূর মোহাম্মদ সিদ্দিকের সঞ্চালনায় কলেজ ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান,উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক রাজু সরকার,যুগ্ন: আহবায়ক ফরহাদ আলী,কলেজ ছাত্রলীগ নেতা আবির হোসেন প্রান্ত,ছাত্রলীগ নেতা কফিরুল ইসলাম রানাসহ বিদায়ী ও কৃতি শিক্ষার্থী বৃন্দ। এ অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।