মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ নিরাপত্তা, শৃঙ্খলা, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নের উদ্যোগে ও শেরপুরে হাইওয়ে পুলিশের আয়োজনে “হ্যালো এইপি এ্যাপ” ক্যাম্পেইনের কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ১০টায় জুয়ানপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করে।
শেরপুরে হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শেরপুরে হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক ও গাড়ীদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, লিচু তলা বাইপাস হাইওয়ে কমিউনিটি পুলিশং সভাপতি খোরশেদ আলম মতিন, ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
শেরপুরে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, হাইওয়েতে যেকোনো বিপদে মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হয়েছে। এর মাধ্যমে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারেন।
এই এ্যাপে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা দিতে ‘হ্যালো এইচপি অ্যাপ’ চালু হয়েছে। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লেস্টোরে।
এই অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে:
হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.