তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই প্রথম গ্রাম বাংলার দ্রুতগতির ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় তাহিরপুর সদর মধ্যবাজারে স্বল্প মুল্যে গ্রাম বাংলার দ্রুতগতির ইন্টারনেট সেবার নিজস্ব কার্যালয়ে নতুন আঙ্গিকেযাত্রা শুরু হয়।
গ্রাম বাংলার ইন্টারনেট সেবা উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, গ্রাম বাংলার ইন্টারনেট সেবার পরিচালক গোলাম নবী সাজ্জাদ, সাংবাদিক রোকন উদ্দিন, আবুল কাশেম, রাজন চন্দ,ব্যাবসায়ী মিলন মিয়া সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ বলেন, তথ্য প্রযুক্তিতে গ্রামের মানুষ আজ আর পিছিয়ে নেই, উপজেলা পর্যায়েও এর বিচরন সমৃদ্ধি ঘটছে।আমরা ঘরে বসে ইন্টারনেট ব্যাবহার করতে পারবো এটা এক সময় স্বপ্ন ছিল,মানুষের সেই স্বপ্ন আজ বাস্তবে পরিনত হলো।গ্রাম বাংলার ইন্টারনেট সেবা মানষের দ্বারে দ্বারে পৌচে যাক এই প্রত্যাশা করি।
গ্রাম বাংলার ইন্টারনেট সেবার পরিচালক গোলাম নবী সাজ্জাদ বলেন, আমরা মানুষের প্রত্যাশা পুরনে গ্রাম বাংলার দ্রুত গতির ইন্টারনেট সেবা বাজারে নিয়ে এসেছি,আমরা স্বল্প মুল্যে এই ইন্টারনেট সেবা প্রত্যেকের ঘরে ঘরে পৌছে দেব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.