মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
আটককৃত চোর চক্রের সদস্যরা হলো, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত তুফান মন্ডল এর ছেলে মনিরুল ইসলাম খোকন (৪০), কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে সেলিম আলী (৩৪), কুষ্টিয়া জেলার বড়বাজার ঘোড়ারঘাট এলাকার মৃত ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা (৫৮), নাটোরের শ্যামপুর গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে রফিক (৩৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রাফিউল আলম জানান, গত কয়েক মাসে জেলায় বিভিন্ন মাঠে বৈদ্যুতিক সেচ পাম্পে কাজে ব্যবহৃত ৪০—৪৫ টি ট্রান্সফরমার চুরি করে চোর চক্রের সদস্যরা। এই ঘটনার পর থেকে জেলা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৪ জন সদস্যদের আটক করতে সম্ভব হয়। তাদের কাছ থেকে ট্রান্সমিটার চুরির যন্ত্রপাতি ও দেশীর কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসা বাদে এর সত্যতা স্বীকার করেন। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেন অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, গত ২/০৮/২০২৩ তারিখ পুলিশ পরিদর্শক ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম মেহেরপুর এবং কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করে।
আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এসময় পুলিশ কর্মকর্তা সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.