জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জীবন বাঁচাতে বৃক্ষরোপনের বিকল্প নেই-ডিসি এহেতেশাম রেজা । কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা সামাজিক বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে আজ বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ওয়াহিদুজ্জামান , কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভাপতিত্ব করেন সামাজিক ও বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির।এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূণরায় কালেক্টরেট চত্বরে শেষ হয়। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি'এই প্রতিপাদ্যে আজ কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ‘‘বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে বেলুন উড়িয়ে এই ‘‘বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা । তিনি বলেন, জীবন বাঁচাতে বৃক্ষরোপনের বিকল্প নেই। গাছ জীব বৈচিত্র্য রক্ষাসহ পরিবেশের আধার হিসেবে কাজ করে। তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃক্ষরোপনসহ পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার বুকে সোহরাওয়ার্দী উদ্যান আজ সবুজে সবুজে ছেয়ে গেছে। এটিকে ঢাকার অক্সিজেনের আধার বলা হয়।
উদ্বোধনের পর সামাজিক বন বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্তর প্রদক্ষিন শেষে সভা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।পরে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি.এম মোহাম্মদ কবির এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাসরিন বানু, কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুষ্টিয়ার অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.