মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে ৫ আগষ্ট শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসানের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা(ভারপ্রাপ্ত)ডাঃ কে এম আসাদুজ্জামান,উপজেলা হিসাবরক্ষন কর্মকতা মোঃ সালেম,যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান সহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.