স্বপন কুমার রায়,খুলনাঃ খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠের পুর্বে উপজেলা পরিষদে মুজিব কর্নারে শেখ কামালের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন দাকোপ উপজেলা প্রশাসন।
৫ ই আগস্ট শনিবার সকাল ১১টারদিকে উপজেলা মুক্তি যোদ্ধা ভবন মিলনিয়তনে উপজেলা
নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী 'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দাকোপ উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান গৌর পদ বাছাড়, দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকতা বঙ্কিম হালদার, মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, সমাজসেবা অফিসার প্রজিত রায়,বীর মুক্তি যোদ্ধা আবদুল আহেদগাজী, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, মহিলা বিষককর্মকতা সুরাইয়া সিদ্দিকা, পৌর কাউন্সিল মেহেদী হাসান বুলবুল, আই সি টি অফিসার সমীরণ বিশ্বাস,সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীগন এবং স্কুল,কলেজেরশিক্ষকছাত্র
ছাত্রীবৃন্দ উপস্থিতছিলেন।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী আজ ৫ আগস্ট শনিবার।১৯৪৯ সালের এইদিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগ্রামে জন্ম গ্রহন করেন।১৯৭৫ সালের ১৫ আগস্টকালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেট মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুন নেতা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.