মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা জুড়ে গত ২৪ ঘন্টায় আরো ৯ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯২ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারী বেরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৭ জন রোগী ভর্তি রয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, দেবহাটায় ১ জন, কালিগঞ্জে ২ জন, শ্যামনগরে ১ জন, তালায় ১ জন, কলারোয়ায় ৬ জন এবং বিভিন্ন বেসরকারী ক্লিনিক হাসপাতালে ২ জন রোগী ভর্তি রয়েছে।
সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৫৩ জন। জেলায় এখনো কারো ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়নি।