শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে (৮ আগস্ট) মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এর সঞ্চালনায় আলোচনা,উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী , মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা তথ্য আফা মিনারা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সহযোগিতা ও অনুপ্রেরণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে সকল আন্দোলন ও সংগ্রামে উজ্জীবিত হয়েছিলেন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। একই সাথে উপজেলা তথ্য অফার আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.