মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ডেঙ্গু আক্রান্ত লালমোহন উপজেলার সকল রোগীদের ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধেুরী শাওন এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ডেঙ্গু রোগ বর্তমানে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। এজন্য সকলের সচেতনতা ছাড়া বিকল্প কিছু নেই। বাড়ীর অঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এখন সকলের দায়িত্ব। সকলকেই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গুকে মোকাবেলা করতে হলে সকলকে আরো বেশি সচেতনত হতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ৭ জন ডেঙ্গু রোগীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করেন এমপি শাওন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.