ইয়াসির আরাফাত মিলনঃ কেরু,র ২০২৩-২৪ রোপন/মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল প্রয়োগে অধিক আখরোপন ও পরিস্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে আখচাষি ও সিডিএ সিআইসিদের সাথে মতবিনিময় সভা গতকাল ৯ই আগষ্ট কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি.এর সূযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এফসিএম মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও পরিচালক(সিডিআর)জনাব পুলক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান (সিপিই)জনাব মো.গিয়াস উদ্দীন।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) জনাব মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া,ব্যবস্থাপক (খামার) জনাব সুমন কুমার সাহা,ব্যবস্থাপক(বী.ও এগ্রো.) জনাব মো.দেলোয়ার হোসেন, ও ব্যবস্থাপক(সিপিওঋণ) জনাব মুহাম্মদ আবু তালহা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন ব্যবস্থাপক(সম্প্রসারন) জনাব মো.মাহবুবুর রহমান। আখের মূল্য বৃদ্ধির কারণে আখচাষি ও সিডিএদের মধ্যে আনন্দমূখর পরিবেশ বিরাজ করায় কাঙ্খিত লক্ষ্যমাত্রানুযায়ী আখরোপন হবে বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।