কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশ এর আয়োজনে এডিশনাল আইজিপি, হাবিবুর রহমানের তথ্য সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হলো নাটকের ১২০ তম মঞ্চায়ন। কুড়িগ্রাম কলেজ মোড়স্হ শেখ রাসেল অডিটোরিয়ামে পাচঁ শতাধিক দর্শকের উপস্থিতিতে এ নাটক পরিবেশিত হয়।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে।
নাটকের শেষ দৃশ্যায়নের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা। চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ। সেই সময়ের নৃশংস হত্যাকান্ডের নিখুঁত বর্ণনা ফুটে উঠে এ নাটকে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করা সকল অভিনয় শিল্পীই বাংলাদেশ পুলিশের সদস্য। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর আমন্ত্রণে নাটকটি উপভোগ এবং নাটক শেষে শিল্পীদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, পৌর মেয়র মোঃ কাজীউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আতাউল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলামকে টুকু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড: আনোয়ার হোসেন, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশনারা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.