এম আমিরুল ইসলামঃ আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় দুপচাঁচিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে দুপচাঁচিয়া থানায় পৌঁছালে দুপচাঁচিয়া থানা পুলিশের পক্ষ থেকে সহকারি পুলিশ সুপার আদমদিঘী সার্কেলের পক্ষ থেকে পুলিশ সুপার, বগুড়া মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করেন।
পরে পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, টিএ বিল, সরকারি গাড়ি ব্যবহার, নিয়ম মেনে পোশাক পরিধান করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিষ্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিষ্কার রাখা সহ থানায় পতিত অনাবাদি জমিতে নিয়মিতভাবে শাকসবজি চাষ করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। পরে তিনি থানা আঙ্গিনায় একটি আম গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে জনাব নাজরান রউফ, সহকারী পুলিশ সুপার, আদমদিঘী সার্কেল, এএসপি (প্রবি:)গণ, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ থানায় কর্মরত বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.