মেহেরপুর প্রতিনিধিঃ আগামী ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে মেহেরপুরে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে মেহেরপুর পৌর কমিটি সেন্টারে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম বিশ্বাস,মোঃ সিরাজুল ইসলাম মাস্টার,আব্দুল মান্নান, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন,মোঃ রেজাউল হক মাস্টার,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদুল হক,দপ্তর সম্পাদক মোঃ মোখলেসুর রহমান খোকন,মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগমসহ জেলা আওয়ামী লীগের থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।