বিলালুর রহমান,সিলেটঃ শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ সিলেট জেলায় সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ০৪:৩০ ঘটিকায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সের ইনডোরে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেন, মোঃ শফিকুল ইসলাম, সিপিসিএম ( ইউনিসেফ), রোলার স্কেটিং কোচ আসিফ ইকবাল, সিলেট রোলার স্কেটিং ইউনিটের সভাপতি সহ আরও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ। ০৪-১০ আগস্ট, ২০২৩ ইং পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।