পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও অতি বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়া দুইশত মানুষকে নিজ অর্থায়নে চাল বিতরণ করলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ফোরকান।
(১২ আগস্ট)সরজমিনে দেখা যায়, রাজাখালী ইউনিয়নের নোয়াখালী ব্রীজ থেকে মফিজ উল্লাহর নাসি পযর্ন্ত দুই কিলোমিটার রাস্তায় তালা খন্দ ও গর্তে বালু কংক্রিট দিয়ে ভরাট করে সংস্কার করে দেন।
অতি বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়া দুইশত পরিবারের মাঝে নিজ অর্থায়নে চাল বিতরণ করেন।
১২ আগস্ট দুপুরে নিজ বাসভবন থেকে এসব চাল বিলি করা হয়। এসময় রাজাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক সাহাদাত কবির সি: সহ-সভাপতি আব্দুর রহমান পারভেজ সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে উপকার ভোগীদের মাঝে কয়েক জন বলেন,
ফোরকান সবসময় গরীব অসহায় মানুষের পাশে দাড়ান।
যে কেউ যে কোন বিপদে পড়লে তাঁর কাছে গেলে তিনি সাহায্য করেন, কউকে ফেরত দেন না। প্রতি বছর ঈদ ও কুরবানের সময় সবাইকে সহযোগিতা করেন। আজকে কংক্রিট ও বালু দিয়ে রাস্তা সংস্কার করে দিয়েছে। আমরা কার্ড দিয়ে দুইশ জন ও কার্ড ছাড়া ৩০জন মত মানুষকে চাল দিয়েছে। তারঁ এই দান আমাদের অনেক উপকার হচ্ছে। আমরা আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করি।
এই বিষয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগ রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ফোরকান বলেন,এই রাস্তায় সাধারণ মানুষ চলাচলে খুবই কষ্ট পাচ্ছিল।
রোগী থেকে শুরু করে সবাই কষ্ট পাইছে, তাদের
এই কষ্ট দূর করার জন্য আমার নিজ অর্থায়নে এটা সংস্কার করে দিলাম। অতি বৃষ্টির কারণে অনেকে অভাব অনটনে দিন পার করছে তারা যেন এই বৃষ্টির দিন গুলা যেন ভালোভাবে চলতে পারে। সামান্য তাদের পাশে দাড়িয়েছি। আমি যেন সবসময় তাদের পাশে থাকতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।মানুষকে সহযোগীতা করতে পারলে আমার ভাল লাগে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.