রাকিব হোসেন,ঢাকাঃ খিলগাঁওয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা ১ নং ওয়ার্ডে ৬ নং ইউনিট আওয়ামী লীগের আয়োজনে এ শোক দিবস ও দোয়া মাহফিল পালন করা হয়।
১৫ আগস্ট, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা
করলেও তাঁর স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে খিলগাঁও থানার ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও খিলগাঁও গভঃ কলোনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাদাত হোসেন সাদুর সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনের রশিদ শুভ্র, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুতাচ্ছের হাওলাদার।
খিলগাঁও গভঃ কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন, রবি সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রিয়াদ আমিন, খিলগাঁও কর্মকর্তা কর্মচারী আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আমিওলীগ নেতা টিপু সুলতান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল বেপারী, আসাদুল্লাহ রকিসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।