আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যোদিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সকালে ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদে সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি,(সংরক্ষিত) আসনের এমপি মনিরা সুলতানা মনি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মেয়র ডা.এ.কে.এমমেজবাহ্ উদ্দিন কাইয়ুম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.শওকত আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম.এ.ওয়াহেদ, মডেল থানা ওসি কামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানসহ আন্যান্য নেতৃবৃন্দ।পরে জাতিরজনক ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।
আপরদিকে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মিরা অংশনেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.